প্রকাশিত: Mon, Jan 8, 2024 9:58 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:36 AM

কাজে নয়, কথায় বড় হউক বুদ্ধিজীবীরা

ব্রাত্য রাইসু, ফেসবুক: দাবি-বুদ্ধিজীবীদের দিন শেষ হইল। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন তারা যার কাছে দাবি করছিলেন তিনি তাদের সেই দাবি মানেন নাই। আহা! 

সো নতুন দাবি সাজানোই সার হবে। নতুন গান শাহবাগে গাইতে হবে এনজিওমার্কা মানববন্ধন কইরা। 

তাতে পলিটিক্যালি কারেক্ট থাকা যাবে বটে, কোনো কাজের কাজ তাতে হবে না।

এগুলি অ্যাকটিভিস্ট বুদ্ধিজীবিতা। এরা সরকারের জন্যে বিরোধী দলের প্রক্সি। তাতে আন্তর্জাতিক বিশ্বে বিরোধী দলের অনুপস্থিতি আর চোখে পড়ে না। 

প্রকৃত স্বাধীনতাকামী বিরোধী দল ও বুদ্ধিজীবীদের রাস্তার কাঁটা এরা। এই জন্যেই বুদ্ধিজীবীদের অ্যাকটিভিস্ট হইতে হয় না। 

শৌখিন বিদ্রোহের গান, সরকারবিরোধী কবিতা আবৃত্তি আর নিয়মিত ঠাট্টা ইত্যাকার সাংস্কৃতিক পরিবেশনা সরকাররে শক্তিশালীই করে। 

সরকারের ভয়ঙ্কর কাজ ও রূপরে এগুলি কৌতুক বা চুটকিতে পরিণত করতে সাহায্য করে। 

জুলুমবাজ দল ও সরকাররে এইসব পৌর বা মিউনিসিপ্যাল অ্যাকটিভিজম যতটা ‘সাংস্কৃতিক বাধা’ মাত্র হিসাবে শো করে, ততটা রাজনৈতিক প্রতিপক্ষ কইরা তুলতে পারে না।

এইসব দাবি-বুদ্ধিজীবীরা আরো বেটার বুদ্ধিজীবী হইয়া উঠুক, অ্যাকটিভিস্টদের কোল থিকা নাইমা তাদের নিজের জায়গা তারা চিনতে শিখুক।

এবং কাজে নয়, কথায় বড় হউক বুদ্ধিজীবীরা